আমি নারী আমি শ্রেষ্ঠ
নারী হয়ে জন্মেছি বলে তোমরা করছো পণ্য
নিজেদের খেয়ালে যেমনি খুশি তেমনি ব্যবহার করো
নারী কি শুধুই ভোগের সামগ্রী?
সে কি তোমাদের মা বোন নয়?
তাহলে কেনো করো তার সাথে প্রহসন?
পুরুষ হয়ে জন্মেছো বলেই কিসের এতো অহংকার?
নারী সে যেমনি হোক শিশু,কিশোরী,যুবতী,প্রৌড়া
সবাইকে নির্যাতিত হতে হয় তোমাদের কাছে
একবার ভাবোতো দেখি তোমার মায়ের দান?
কিন্তু তোমরা ভাববে না মাকে পাঠাবে বৃদ্ধাশ্রমে নয়তো রাস্তায়।
তোমাদের লালসায় আজ নারী কূল ক্ষতবিক্ষত
নিজের ঘরে তোমার মা,বোন,স্ত্রী,মেয়েকে যেমনি দেখো
বাইরে কেনো পৌরুষ দেখানোর নামে পশুত্ব ধারণ করো?
মঞ্চে উঠে বক্তৃতায় বলো ছেলে মেয়ে সমান
নারী সম্মানের ,মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত
কিন্তু বাস্তবে করো তার উলটো
ছেলে জন্মালেই মেয়ের কদর যায় কমে
পিতা,ভাই,স্বামী কেউই দাওনা নারীর ন্যায্য সম্মান
তাহলে কেনো এতো মিথ্যে বুলি আওড়াও?
কোনো নারীকে আর অবহেলা করো না
আমি নারী হয়েও সমাজের কাজে লাগতে পারি
মাথা উঁচু করে চলতে পারি।
তোমরা যতোই আমাকে নিন্দা করো তাচ্ছিল্য করো
তারপরেও আমি বলবো আমি নারী আমি শ্রেষ্ঠ।
Translated by H.H 91 friend
I am the woman I am the best
Azizun Nahar Akhi
You are making products because I was born a woman
Use as you please
Women are just the content of consumption?
Isn't she your mother and sister?
Then why do a joke with him?
Why are you so proud to be born a man?
Women are like children, teenagers, young women, adults
Everyone has to be persecuted by you
Once you see your mother's gift?
But don't think that you will send your mother to the old age
home or on the street.
Today women are badly wounded by your lust
Look at your mother, sister, wife, daughter in your own home
Why do you have bestiality in the name of showing masculinity
outside?
Get up on the stage and say in your speech that boys and girls
are equal
Respect for women, the paradise of the child under the feet of
the mother
But in reality, do the opposite
As soon as a boy is born, the value of a girl goes down
Father, brother, husband, no one deserves the respect of a woman
Then why are you lying so much?
Don't neglect any woman anymore
I can work for the society even if I am a woman
I can walk with my head held high.
No matter how much you condemn me, ignore me
Even then I would say I am the woman I am the best.
আজিজুন নাহার আঁখি
Post a Comment