কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান। শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
বেফাকের কয়েকজন আমেলার সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভোটের ফলাফল ঘোষণা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি বলে জানা গেছে ।
সংশ্লিষ্ট সূত্র মতে, আমেলার বৈঠকে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। ব্যালটবাক্সের গণনা অনুযায়ী আল্লামা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট।
আল্লামা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট এবং হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বেফাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস।
সঙ্গে ছিলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম জিহাদী, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদ্রাসায়ে নূরে মদিনার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও ঢালকানগর মাদ্রাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।
সংশ্লিষ্ট জানিয়েছে, কওমি মাদ্রাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতিই হবেন আল-হাইয়াতুল উলইয়ার সভাপতি।
এদিকে জুনায়েদ বাবুনগরীর নাম অলোচনায় থাকলেও সাম্প্রতি হাটহাজারী মাদ্রসায় আল্লামা শফীকে অবরুদ্ধ করে রাখার ঘটনার নির্দেশদাতা হওয়ার পাশাপাশি হেফাজতে ইসলামকে জামায়াত এর নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টাকারী বাবুনগরীকে সকলে প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।
Post a Comment
Nice post keep writing .....Best Assamese Jokes, Assamese Meme