তোমায় নিয়ে
তোমায় নিয়ে ভাবছি যখন
সারা দিবা রাতি,
তুমি তখন অন্যের ঘরে
জ্বালাও প্রেমের বাতি।
তোমায় নিয়ে লিখছি আমি
কবিতা আর গল্প,
অন্যের মোহে বিভোর তুমি
পড়তে পারোনিও অল্প।
তোমার জন্যে আঁখিজল
শুধুই ঝরছে অবিরাম,
সেই জলেতে যে ব্যাথা
নেই কোনো তার দাম।
তোমার লাগি বিনিদ্রাতে
কাটাই সারা নিশী,
মায়ামোহিনীকে জড়িয়ে ধরে
তাকে বলছো ভালোবাসি।
একলা আমি আর পারিনা
শুধুই ভাবছি আনমনে,
তুমি আমায় একলা ফেলে
সুখেই আছো তার সনে।
কেমন করে রইবো আমি
বন্ধু তোমায় বিহনে,
তোমার দেয়া সকল স্মৃতি
মনে পরছে ক্ষণে ক্ষণে।
কোন অপরাধে বন্ধু তুমি
গেলে আমায় ছাড়ি?
মনেতে শুধু অনল জ্বলে
কেনো মনটা নিলে কাড়ি?
তোমায় ছাড়া আর কিছুই তো
আসছে না স্মরণে,
জানি না কিভাবে যাবে দিন
পাবো কি মরণে?
______ আজিজুন নাহার আঁখি
Post a Comment