..................….....

মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
ছোট্ট এ জীবনে অল্প-স্বল্প কত কিছুই বুঝা হলো,
কিন্তু বুঝা হলো না ভালবাসা কি?
জানা হলো না কিভাবে
ভালবাসতে হয়?
এ আমার চরম ব্যর্থতা।
❑
এ ব্যর্থতার দায় তো আমারই,
কারণ তোকে হৃদয়ের কতটা গভীরে ধারণ করি,
সেটা তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি।
তোকে হৃদয় পোষণ করে
নিজেকে ইট ভাটার কয়লা বানিয়েছি।
বুঝাতে পারিনি তোকে,
কতটা দহনে আমি ঝামায় রুপান্তর।
❑
তবে তুই ছাড়া যে আমার হৃদয় মন্দিরে
অনন্ত-অসীম শুন্যতা বিরাজ করে,
সেটাতো এখনো আমি বুঝতে পারি।
এখনও তোকে কাছে পাবার মর্মভেদী আকাঙ্খা,
হৃদয়ে তোলপাড় করে।
❑
তোকে কাছে পাবার তীব্র বাসনায় আজো আমি,
মেহেদী পাতার মত বেঁচে আছি,
যে মেহেদী পাতার অন্ত লোহিত সাগরে
তকলিফের লহরী আছড়ে পড়ে অহর্নিশ।
❑
ভালবাসতে পারিনি ঠিক আছে, হয়তো অজ্ঞতার কারণে,
তবে কেন এখনো না পাওয়ার বেদনা
আমায় নিয়ে খেলা করে!!
নিয়তি কেনো এখনো আমাকে কাঁদায়!
❑
জানি, হয়তো অসময়ে আসবে না বৃষ্টি,
হয়তো কখনো হবে না অনাসৃষ্টি,
তাইতো
সময়ের বিবর্তনে আমিও বিবর্তিত হয়েছি,
ইচ্ছে হলেও বলতে পারিনা
তোকে ছাড়া আমি বাঁচবো না।
❑
কারণ, এতদিন তো বেঁচে ছিলাম।
এখনো হয়তো বেঁচে থাকবো,
তবে এই বেঁচে থাকা যে অনেক কষ্টের
প্রতিটা মুহূর্তে যেন মৃত্যুর স্বাদ।
❑
আমি যেমন বুঝাতে ব্যর্থ, তুইও সত্যিকারের
ভালোবাসার মূল্য দিতে চাসনি,
হয়ত যোগ্যতা, কিংবা চেহারায় আমি পরাজিত।
❑
তবে
এ পরাজয়ে আমি লজ্জিত নই,
কারণ
আমি হেরেছি বলেই তুই জিতেসিস।
প্রয়োজনে আমি শতবার, হাজার বার,
লক্ষ বার, অনন্তকাল হারবো,
তবু তোকে জিতাবো,
আমার ভালবাসাকে জিতাবো,
আর বলবো,
প্রথমা,
তোকে ভালোবাসতাম,
ভালোবাসি,
ভালোবাসবো
অনন্তকাল.......!!!
Post a Comment