তোমার বিহনে
রীনা আক্তার
❑
তুমি
যদি
চলে
যাও
চিরতরে,
অথবা
রচনা
করো
আর
একটি
অভ্যুত্থান
একটি
জীবন
প্রদীপ
নির্বাপিত
করে।
তবে
সেদিনও
তো
মেঘ
ছুটে
বেড়াবে
আকাশের
নীলের
স্পর্শে।
নীলাম্বরে
চাঁদের
পুলকিত
জোৎস্না,
হাসিতে
শিহরিত
হবে,
হাসনা
হেনার
মাতাল
করা
সুবাস
সেদিনও
নিঃস্বার্থ
ভাবে
গন্ধ
ছড়াবে।
ঝরনা
বয়ে
যাবে
রিমঝিম
তালে,
নদী
বয়ে
যাবে
সাগরের
সন্ধানে
পাখির
কণ্ঠ
ও
বেজে
উঠবে
নিত্যদিনের
মতো।
তখনও
অপলক
নেত্রে
তাকিয়ে
থাকবে
প্রেমিক
প্রেমিকারর
দু'
জোড়া
নেশাতুর
চোখ।
সবকিছু
নিজস্ব
সত্বায়
ভর
করে
বয়ে
যাবে
আমরণ।
প্রকৃতি
থমকে
দাঁড়াবে
না
এত
টুকু
নিথর
নিস্তব্ধ
হয়ে।
হৃদয়ের
গহীন
বনে
মিশে
যাওয়া
দুটি
পাখি
পথ
হারাবে,
নিরবে
অশ্রু
বিসর্জন
দিবে।
শুধু
হৃদয়ের
শক্ত
বাধন
থেকে
একটি
গোলাপ
ঝরে
যাবে
অনাদরে,
অকালে
হৃদস্পন্দন
থেমে
যাবে,
একটি
চঞ্চলা
মন
হবে
চির
শান্ত।
কল্পনা
গুলো
হাসবে
উপহাসের
হাসি,
স্বপ্ন
ভেঙে
হবে
খান
খান।
একটি
হৃদয়
বোবা
যন্ত্রনায়
ছটফট
করবে
সদ্য
জবাই
করা
প্রাণির
মতো।
একটি
জীবন্ত
মানুষ
বেঁচে
থাকবে
লাশ
হয়ে,
হৃদয়ের
সকল
চাওয়া
থেমে
যাবে
চিরতরে।
ভালবাসায়
পূর্ন
হৃদয়,
হৃদয়ের
সমস্ত
ভালবাসা
হাজারো
স্বপ্ন
নির্বাক
হয়ে
যাবে,
সারাটি
জনমের
জন্য।
শুধু
তোমারই
বিহনে
হাজারো
সুখের
প্রাচুর্য
থেকে
একটি
হৃদয়ের
সমগ্র
উচ্ছাসকে
শূন্য
করে
মৃত্যু
অবধি
তাকে
নিঃস্ব
আর
রিক্ত
করে
দিবে।
হয়তো
সে
বেঁচে
থাকবে
তার
প্রিয়তমের
শ্বাশত
স্মৃতি
আর
--
কল্যাণকামী
মূহুর্ত
বুকে
নিয়ে।
0 Comments