আমার চাওয়া
আজিজুন নাহার আঁখি
❑
শিশির ভেজা স্নিগ্ধ সকালটা তোমার হোক
দখিনা সমীরণের তোড়ে
খোলা বাতায়নের সব পর্দা সরে যাক
তনুমনে মায়াবী শিহরণ লাগুক।
কোকিলের সুরেলা গান তোমাকে জাগিয়ে তুলুক,
তোমার উঠোনে সোনাঝরা রোদ্দুর ঝলমলিয়ে উঠুক
ভোরের উজ্জ্বল আলোক রশ্মি গায়ে মেখে
তোমার কর্মময় দিনের শুভারম্ভ হোক।
রৌদ্রজ্বল নীলা আকাশটা তোমার হোক,
তোমার ইচ্ছেগুলো ডানা মেলে উড়ুক
তোমার সব ব্যথা বেদনা দূর হয়ে যাক,
সকল কর্মে হও বলীয়ান।
তোমার বাগানের ফুলেরা যেন নিত্যই হাসে,
হয় যেন ফুল আর অলির মহামিলন
হাস্নাহেনার মিষ্টি আবেশে মনপ্রাণ বিভোর হোক,
তোমার ক্লান্ত অবসন্ন হৃদয় শান্ত হোক।
বাদলের অমৃত ধারা তোমার তৃষ্ণা মিটাক
বারিধারায় সব পাপ পঙ্কিলতা দূর হয়ে যাক।
তোমার আকাশে রঙধনু আবিড় ছড়িয়ে দিক
তোমার হৃদয়ের অলিগলি রঙে রঙিন হোক।
গোধূলি লগ্নের লাল আভা ছড়িয়ে পরুক
সুখানুভূতিতে তোমার তনুমন ভরে যাক।
তোমার আকাশে পূর্ণিমার আলোক বিচ্ছুরণ হোক,
সব কষ্ট মায়াভরা জোছনার চাদরে আচ্ছাদিত হোক।
একটা নিস্তব্ধ মিষ্টি রাত্রি তোমার হোক,
অনাবিল শান্তিতে সারারাত নিদ্রায় কাটুক।
তোমার চলনে বলনে সবাই মুগ্ধ হোক,
সকল ক্লান্তি,অবষাদ,দুঃখ, কষ্ট দূর হোক,
তোমার জীবনে সর্বত্র সাফল্য আসুক।
আমি যোজন যোজন দূরে থেকেও
তোমার সাফল্যে সদা আহ্লাদিত হই।
তোমার সুখানুভূতিতে কভু ঈর্ষান্বিত হই না
বরং তোমার ভালো থাকাটা আমায় ভালো রাখে,
আমি শুধু চাই তুমি ভালো থাকো সুখে থাকো,
আল্লাহর কাছে কায়মনোবাক্যে এটাই প্রার্থনা করি
আচ্ছা দূর থেকে এই চাওয়া কি আমার ভুল?
❑
মানিকগঞ্জ।
0 Comments