মাতৃকোল _ মো সেলিম হোসেন

0


মাতৃকোল
জন্ম আমার ধন্য মা'গো
জন্মে তোমার মাতৃকোলে।
কতরূপ,কতশোভা মিশে আছে,
মা'গো তোমার মাতৃক্রোড়ে ।
বিধাতার দেওয়া শ্রেষ্ঠ মানবী
তুমি যে আমার মা জননী।
পৃথিবীর সব সুখ আছে মা'গো
তোমার ও মুখের হাসির মাঝে।
দুঃখের দিনের সাথী মা'গো
সুুখের দিনের সাথী।
সুখ দুঃখ বুঝতে দাওনা মা'গো
আগলে রাখো আঁচলতলে।
ত্রিভুবণে তোমার মত মা'গো
আপন আর যে কেহ নাই।
হাজার জন্ম পেলেও মা'গো
তোমার ঋণ শোধ হবে না।
ঐ বিধাতারে বলি মা'গো
পূর্নজন্ম যদি আমি পায়।
তোমার কোলেই ফিরে আসি
যেন মা'গো এইটুকু শুধু চাই।

মো সেলিম হোসেন

Post a Comment

0Comments
Post a Comment (0)