বেদনার বালুচর

0
বেদনার বালুচর
বেদনার বালুচরে বসে আছি একা
ভেঙে গেছে সব আশা,মিছে স্বপ্ন দেখা।
বালির বাঁধের মতো ভেঙে গেছে ঘর
মনের মানুষ নেই আজ সে হয়েছে পর।
এতো ভালেবেসেও তবু পেলাম না তার মন
আর ভাবি না কাউকে নিয়ে, হবে কেউ প্রিয়জন।
ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না
জীবনের কাছ থেকে পেলাম শুধুই ছলনা।
স্বপ্ন ছিল হাত ধরে ঘুরব বালুচরে
সব স্বপ্ন মিথ্যা হলো,জীবনটা যায় জ্বলে।
তাই তো বসে বালুচরে আঁকি হিজিবিজি
চোখ বুঝলে স্বপ্নের মাঝে দেখি তাকে রোজই।
ভালোবাসায় সুখ যেমন, কষ্টও তেমন
শুধু ভাবি জীবনটা আমার কেন হলো এমন।
আমার এই কষ্ট কাকে আমি বলি
কষ্ট পেয়ে এখন তাই একা একাই চলি।
ভালোবেসে না পাই তোমায় তবু ভালোবেসে যাব
ভালোবাসা সত্যি হলে একদিন ঠিকই তোমায় পাব।

Post a Comment

0Comments
Post a Comment (0)