নীরবতা ❑ শামছুন ফৌজিয়া

0


নীরবতা

পিনপতন নীরবতা হঠাৎ ছড়ালো চারদিক,

শান্তনার নেই ভাষা ছুটছে সবাই দিকবিদিক ।

ভাষাহীন এই গুমোট লগন শেষ বিদায়ের আগে

নীরবতার ভাষাটি আজ বুঝার বড় সাধ জাগে।

 

একটু আগে ও যে দেহটা উষ্ণ ছিল এখন নিথর

থেমে গেছে কোলাহল পাখিটি আর হবেনা মুখর।

চোখ খুঁজছিল কাউকে প্রানান্ত দেখার শেষ চেষ্টা

ঘোর আঁধিয়ার কালবৈশাখী পেলো ভীষণ তেষ্টা।

 

থেমে গেছে স্বপ্ন বোনা বিচ্ছেদে পরিবার প্রিয়জন

বুকের মানিক পাবেনা স্পর্শ বুকের চাপা ক্রন্দন ।

শেষ হয়ে গেলো সকল যন্ত্রণা চাওয়া পাওয়ার সুখ

বসুধার হিসেবের খাতায় বাদ পড়েছে, হয়েছে বিমুখ।

 

একটি ছোট্ট জীবনে কি সব হিসেব মেলানো যায়?

দালানে আর পালানে জীবন একটাই বুঝা দায় ।

কেন এত বৈভব কেন এত অহংকার মিছে মায়ায়

জীবন থেমে গেলে সব ফেলে শোবে কবর নিরালায় ।

 

থাকতে জীবন করতে হবে সাধন স্রষ্টার কত মহিমা

পিন পতন নীরবতা জুড়ে আছে স্তব্ধ সকল লহমা।

একটু আগেও বাঁচার কি যে আকুতি ছিল চোখে মুখে

গুডবাই পৃথিবী অনন্ত যাত্রার নেই সাধ্য কেউ রুখে।

 

Shamsun Fouzia

6/7/2021

New York, USA

Post a Comment

0Comments
Post a Comment (0)