কেন এত বাহাদুরি? ❑ মমতা পাল

0

কেন এত বাহাদুরি?

মমতা পাল


জীবন হলো কচুর পাতায়

টলটলে এক জল

হাসো, খেলো,ফূর্তি করো

সব যে মাকাল ফল।


অহংকারের বশে তুমি

করছ কতই খেলা!

যৌবনের ঐ উন্মাদনায় 

কাটাও সকল বেলা।


ক্ষমতার ঐ অপব্যবহারে

দিনকে করো রাত

জীবন প্রদীপ নিভবে যখন

বাড়াবেনা কেউ হাত।


ষড়রিপুর ঐ তাড়নায়

কথায় কথায় করছ রাগ

দিন ফুরালে সন্ধ্যা হলে

কেউ নেবেনা দুঃখের ভাগ।


অনুরাগ আর অভিমানে

পরলে গলায় ভুলের মালা

যে জন তোমার চির আপন

দিওনা তাকে বিষের জ্বালা।


দুঃখের দিনে যে জন তোমায়

আগলে রাখে বুকের মাঝে

কষ্টগুলো ধুইয়ে দিও

আপন হাতে সকাল সাঁঝে। 


ভালো থাকার তরে তুমি

করলে বুঝি হাজার পাপ

জমা খরচ মিলিয়ে দেখ

পেলেই কেবল অভিশাপ।


এটা পারো ওটা পারো

সত্যি তুমি কি ই পারো?

ধার করা এই জীবন নিয়ে

পুতুল পুতুল খেলা করো।


হিংসা দ্বেষ ভুলে তুমি

মনুষ্যত্ব জাগাও আজি

যে জীবনটা নয় গো তোমার

করছ কেন ছায়াবাজি? 


ক্ষনস্থায়ী এই জীবন নিয়ে

করছ কেবল বাড়াবাড়ি? 

আজ মরলে কাল দুই দিন

রইবে পড়ে দালান বাড়ি।


চিতার মাঝে  যখন তোমার

পুড়বে সোনার দেহ

ছাই হয়ে যে হারিয়ে যাবে

দেখবে নাতো কেহ।


এমন কিছু করো তুমি

মরলে যেন স্মরন করে

ভালোবেসে বুকের মাঝে

নেয় গো সবাই গর্ব ভরে।

Post a Comment

0Comments
Post a Comment (0)